ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৭ নারী

:
: ৬ years ago

ভারতে পাচার হওয়ার পর ২ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ২ শিশুসহ ১৭ বাংলাদেশি নারী।

শুক্রবার সন্ধায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন নড়াইলের সুবর্ণা (২০), খুলনার সারমিন (২১), সুমাইয়া (২৩), সালমা খাতুন (২২), মুক্তা খাতুন (২৩) ও রুনা (২১), সাতক্ষীরার মরিয়ম আক্তার (২৩), যশোরের আমিনা আক্তার ময়না (৯), লেছা আক্তার মরিয়ম (১৮), শেফালি (২১), সামিয়া (৮), সেলিনা মোল্লা (২০), রেমা খাতুন আশা (২৩), মাদারীপুরের মারুফা নাসরিন (২৪), ঝিনাহদহের মায়না খাতুন (১৯), কিশোরগঞ্জের পাপিয়া আক্তার হ্যাফি (২০), রংপুরের জাহানারা খাতুন(২৫) ও রাজশাহীর সনিয়া(২২)।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আসায় অবৈধপথে ভারত গিয়ে সে দেশের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয় তারা। পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠান। পরে আদালতের মাধ্যমে মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম তাদের হেফাজতে নেয়। পরে ২ বছর হোমে থাকার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, ফেরত আসা নারীদের জাস্টিম ও রাইটস যশোর নামে পৃথক দুটি এনজিও গ্রহণ করেছে। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোরে নেওয়া হবে। এরপর তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে।