দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। আর তারই জের ধরে টেস্ট সিরিজে ভারতের জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না প্রাক্তন প্রোটিয়া অল-রাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিন ম্যাচের সিরিজে কেপ টাউনে প্রথম টেস্টে ৭২ রানে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্ট ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নের সুপারপোর্ট পার্কে। সিরিজে বিরাটদের ভাগ্য নিয়ে ক্লুজনার বলেন, ‘সত্যি কথা বলতে সিরিজে ভারতের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ০-১ পিছিয়ে থেকে টানা দু’টি টেস্ট জিতে সিরিজ জয় প্রায় অসম্ভব। সিরিজ ড্র করতে পারলেও বিরাটদের জন্য ভালো রেজাল্ট। তবে এর জন্যও ঠিক প্ল্যান দরকার। দক্ষিণ আফ্রিকা দলের ভালো পেসার রয়েছে। তাই ভারতকে টেস্ট জিততে হলে স্কোর বোর্ড বড় রান তুলতে হবে।’
প্রাক্তন প্রোটিয়া অল-রাউন্ডার তথা বর্তমানে জিম্বাবোয়ের ব্যাটিং কোচ ক্লুজনার আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এলে পেসের মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কায় খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোকাবিলা করা কঠিন। ঘরের মাঠে বেশি সিরিজ খেলায় ভারতীয় ব্যাটসম্যানদের প্রকৃত পেস বোলিং খেলতে হয়নি।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও কোনো টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com