ভারতের বিরুদ্ধে উইলিয়ামসনদের সতর্ক থাকার পরামর্শ

লেখক:
প্রকাশ: ৭ years ago

আর দশ দিন বাদেই ভারতের বিরুদ্ধে কিউইদের সিরিজ শুরু। তার আগে ক্রিকেটারদের সতর্ক করলেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন।

তিনি সাফ জানিয়ে দিলেন, ‘‌হয় ভারতের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেবে, না হয় মার খাওয়ার জন্য প্রস্তুত থেকো। ’‌

২২ অক্টোবর থেকে সীমিত ওভারের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তিনটে একদিনের ম্যাচ, তিনটে টোয়েন্টি ২০। কিউয়ি কোচ তার দলের খেলোয়াড়দের বলেছেন, ‘‌গত দু’‌তিন বছরে ঘরের মাঠে ভারতের রেকর্ড দুর্ধর্ষ। তাই ওখানে গিয়ে ভাল তো খেলতেই হবে। না ‌হলে ঘোর বিপদ। ওরা কঠিন পাঠটা পড়িয়েই ছাড়বে। ’‌

বৃহস্পতিবারই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন দলের ৯ ক্রিকেটার। বাকি ৬ জনকে বাছা হবে এই মুহূর্তে ভারত সফরে থাকা নিউজিল্যান্ড ‘‌এ’‌ দল থেকে।

হেসনের কথায়, ‘‌একদিক দিয়ে ভালই হয়েছে। এ দলের প্লেয়াররা ইতিমধ্যেই ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। ’‌

অধিনায়ক কেন উইলিয়ামসনসহ দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্সের মান বাড়ানোর কথাও মনে করিয়ে দিয়েছেন কোচ বলেন, ‘‌শিশির পড়ার সমস্যাটা ওখানে থাকবেই। তার ওপর কোন মাঠে খেলা হচ্ছে, তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। তাই সিনিয়রদের দায়িত্বটা বেশি। উইলিয়ামসনদের চ্যালেঞ্জটা নিতে হবে। ’‌

ওপেনার গাপটিল আর লাথাম ছন্দে নেই। শুরুতে রদবদলের ইঙ্গিত দিয়েছেন কোচ। তিনি জানান, ‘‌গাপটিল আর লাথাম ভাল প্লেয়ার। ব্যক্তিগত পারফরমেন্সও ভাল। তবে জুটি হিসেবে ক্লিক করছে না। আমরা যা চাইছি, সেটা পাচ্ছি না। এদিকটা নিয়ে ভাবতে হবে। ’‌ ‌‌