ভারতের চন্দ্র জয়: হলিউড সিনেমা নির্মাণেও এর চেয়ে খরচ বেশি

:
: ১০ মাস আগে

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে এটি। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত।

 

বিবিসির তথ্য মতে, ভারতের এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

কম খরচে চন্দ্রাভিযানের গল্পটি এখন গোটা পৃথিবীর মানুষের কাছে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। কারণ হলিউডের অনেক সায়েন্স ফিকশন সিনেমা নির্মাণের খরচের চেয়েও কমে এই অভিযান সম্পন্ন করেছে ভারত।

সংবাদ সংস্থা নিউজথিংক তাদের এক্স অ্যাকাউন্টে (টুইটারে) পোস্ট করে লিখেছে, ‘চন্দ্রযান ৩-এর (৭৫ মিলিয়ন ডলার) বাজেট, ‘ইন্টারস্টেলার’ সিনেমার বাজেটের (১৬৫ মিলিয়ন ডলার) চেয়েও কম। এ তো ভাবাই যায় না।’ এই পোস্টটিই রিপোস্ট করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক।

হলিউডের আলোচিত সিনেমা ‘ইন্টারস্টেলার’। ক্রিস্টোফার নোলান পরিচালিত এ সিনেমা ২০১৪ সালে মুক্তি পায়। এপিক সায়েন্স ফিকশন সিনেমাটি সেরা ভিজুয়াল এফেক্টের জন্য ৮৭তম অ্যাকাডেমি আসরে পুরস্কার জিতে নেয়। স্পেস মিশনের গল্প  নিয়ে তৈরি সিনেমাটিতে ব্যয় হয় ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

২০১৩ সালে আলফোন্সো কোয়েরন নির্মাণ করেন হলিউড সিনেমা ‘গ্র্যাভিটি’। মুক্তির পর সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমা সাতটি বিভাগে অস্কার পুরস্কার জিতে নেয়। এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল ৮০-১৩০ মিলিয়ন মার্কিন ডলার।

হলিউডে এমন অনেক সিনেমাই রয়েছে, যার খরচ ভারতের চন্দ্রাভিযানের চেয়েও বেশি