ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক পুরানো। একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই দুই জগতের তারকাদের সম্পর্কের খবর। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নন, বলিউডের ওপর নিজেকে উজাড় করে দিয়েছেন বিদেশি ক্রিকেটাররাও। সেই তালিকাও বেশ সুদীর্ঘ।
সম্প্রতি ফের এমন একটি ঘটনা প্রকাশ্যে এল। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল প্রকাশ করেছেন তার পছন্দের ক্রিকেটারের কথা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, তার প্রিয় ক্রিকেটারের নাম রোহিত শর্মা।
সেই সাক্ষাৎকারে কাজল বলেন, ‘‘যখনই সময় পাই, তখনই ক্রিকেট খেলা দেখি। বর্তমানে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য ক্রিকেট খেলা দেখার সময় প্রায় মেলেই না। ’’
এরপরেই তার প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হলে রোহিত শর্মার নাম জানান তিনি। কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়াকেও এক সাক্ষাৎকারে তার প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল।
সেখানে তিনি শচীনকে ক্রিকেটার হিসেবে পছন্দ বলে জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com