ভারতীয় চা বেচে কোটিপতি মার্কিন নারী!

লেখক:
প্রকাশ: ৬ years ago

ভারতীয় স্বাদের চা খেয়ে নিজ দেশে গড়ে তুললেন ‘ভক্তি চা’। এরপর সেই চা বেঁচে বনে গেলেন কোটিপতি। তারপর আর পেছনে তাকাতে হয়নি ওই নারীকে। চলুন জেনে নেওয়া যাক, ঘটনাটি আসলে কি ছিল?

আনন্দবাজার বলছে, মার্কিন তরুণী ব্রুক এডি  ২০০২ সালে একবার ভারতে ঘুরতে আসেন। এসেই রাস্তার পার্শ্বে গড়ে ওঠা দোকানে চা খেয়ে ভারতীয় চায়ের প্রেমে পড়ে যান। দেশে ফিরে অনেক জায়গা ঘুরে এমন চা তিনি কোথাও পাননি। তখনই তিনি ভেবে দেখলেন এমন চায়ের দোকান দিলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ, খুলে ফেললেন ভারতীয় স্বাদের চায়ের দোকান ‘ভক্তি চা’। সেই দোকান দিয়েই হাজার হাজার ভক্তকে বেঁধে রাখলেন তিনি।

শুরুটা করেছিলেন ২০০৭ সালে। ব্যক্তিগত গাড়িতে করেই কলোরাডোয় চা বিক্রি শুরু করেন তিনি। ব্রুক এডির সেই ছোট্ট চায়ের দোকানের জনপ্রিয়তা এবং ব্যবসা দ্রুত এগুতে থাকে। অভাবনীয় সাফল্যের পর দোকান করার ভাবনাটা মাথায় আসে। এরপর চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় দিতে থাকেন চা ব্যবসায়।

কলোরাডোয় তার ‘ভক্তি চা’-এর স্টলে পাওয়া যায় নানা স্বাদের চা। যে কারণে, সেখানকার মানুষ কফির পাশাপাশি নানা স্বাদের ‘ভারতীয় চা’-এর টানে জড়ো হন ব্রুকের স্টলে। ব্রুক জানান, এখনও সুযোগ পেলে তিনি ভারতে ঘুরতে আসেন। ব্যবসা শুরুর পর বেশ কয়েক বার ভারত ঘুরে গেছেন তিনি।

২০১৪ সালে সেরা উদ্যোক্তার স্বীকৃতও পেয়েছেন ব্রুক।