পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলাতেও রয়েছে যার জনপ্রিয়তা; বিশেষ করে সেখানে তিনি ‘বড় ছেলে’ নামেই বেশি পরিচিত।
সদ্যই ওপার বাংলা থেকে সুসংবাদ আসলো এই অভিনেতাকে নিয়ে। অবশ্য খবর পুরোনো নয়, সেখানকার একটি ছবিতে কাজ করেছেন তিনি। আগামী বড়দিনেই মুক্তি ছবিটি। অপূর্ব অভিনীত টালিউডের সেই ছবিটির নাম ‘চালচিত্র’।
ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে! আর সেখানেই দেখা গেল অপূর্বকে, এক রহস্যময় লুকে! যেখানে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষ্যে অর্থাৎ ২০ ডিসেম্বরে মুক্তি পাবে ‘চালচিত্র’।
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না, কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব’। ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টারে আভাস দেওয়ার চেষ্টা করেছেন, হয়ত ‘চালচিত্র’ দিয়ে অপূর্ব তার চমক দেখাবেন।
পোস্টারে অপূর্বকে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে। সেখানে অপূর্বর মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ধূসর চোখে তাকিয়ে হাসছেন। তার চোখের ওপর থেঁতলে গেছে।
পোস্টারটি দেখার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে অপূর্বের এই ‘রহস্যময় লুক’ নিয়ে।
কিছু নেটিজেনদের মন্তব্য ছিল এমন- ‘পোস্টারে দেখে রহস্যময় মানবের মতো লাগছে, ছবিটি দেখার অপেক্ষায় আছি।’
এর আগে গত অক্টোবরে ‘চালচিত্র’র টিজার প্রকাশ পায়। মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া যায়। পুরো সিনেমায় যে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে, তা স্পষ্ট।
জানা গেছে, ‘চালচিত্র’ সিনেমায় একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমাটির গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই ক্রমিক খুনের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে শরীরগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে ১২ বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
‘চালচিত্র’ ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনয়শিল্পী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com