ভর্তি বিজ্ঞপ্তি আবাসিক/অনাবাসিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

গৌরনদী ক্রিকেট একাডেমী শিক্ষা প্রতিষ্ঠানে মেধা সম্পন্ন প্রশিক্ষনার্থীদের সাধারন শিক্ষা ক্রীড়াক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার সৃষ্টির উদ্দেশ্যে ২০১৯ ইং সালের জন্য প্রশিক্ষনার্থী ভর্তি করা হবে।

এই উদ্দেশ্যে নিন্ম বর্নিত সময়সূচী অনুযায়ী গৌরনদী কলেজ মাঠে বাছাই কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি ফরম স্কুল এবং গৌরনদী ক্রিকেট একাডেমী থেকে নিতে হবে। বয়স অনুর্ধ ১৪, শ্রেনীঃ ৬ষ্ট ও ৭ম। ফরম সংগ্রহের শেষ তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ইং। ঃ যোগাযোগের জন্য (অফিস) ঃগৌরনদী ক্রিকেট একাডেমী, খান সুপার মার্কেট, মৌরী ক্লিনিকের সামনে মোবাইলঃ ০১৮২৭০০৫১৪৬, ০১৭৯০৬৭৯১০০ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/মড়ঁৎহধফর.পৎরপশবঃ.ধপধফবসু.মপধ/ প্রতিষ্ঠাতা/কোচ শরীফ আল আমিন পরিচালকঃ মোঃ দুলাল শরীফ।

গৌরনদী ক্রিকেট একাডেমীর উপদেষ্টা মন্ডলিঃ প্রধান উপদেষ্টাঃ জনাব মোঃ হারিছুর রহমান হারিছ, মেয়র, গৌরনদী পৌরসভা। প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মোল্লা, অধ্যক্ষ, সরকারি গৌরনদী কলেজ। মোঃ মোয়াজ্জেম সরদার, প্রভাষক, গৌরনদী আল-আমিন টেকনিক্যাল কলেজ। মোঃ অলিউল্লাহ্ধসঢ়;, প্রধান শিক্ষক, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। মোঃ আতিকুর রহমান শামীম, সভাপতি, গৌরনদী পৌর যুবলীগ ও কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, গৌরনদী পৌরসভা।

মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সভাপতি, গৌরনদী উপজেলা ছাত্রলীগ। মোঃ লুৎফর রহমান দিপ, সাধারন সম্পদক, গৌরনদী উপজেলা ছাত্রলীগ। কোচ মন্ডলী ডেবিট সরকার, পরিচালক ও প্রধান কোচ, ড্রিম ক্রিকেট একাডেমী, ঢাকা আবাহনী। মোঃ রেজা সেলিম উজ্জল, কার্য নির্বাহী সদস্য, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট কোচ, মাদারীপুর।

মোঃ এজাজ আল-মাহমুদ সুজন, পরিচালক ও প্রধান কোচ, বেসিক ক্রিকেট একাডেমী, বরিশাল।মোঃ রফিকুল ইসলাম লিটন, কার্য নির্বাহী সদস্য, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও সাধারন সম্পাদক, ল্যাংকাসায়ার ক্লাব, মাদারীপুর।