ভরপুর বরিশালের ইলিশ মোকাম

:
: ৪ years ago

মৌসুম না হলেও ভরপুর বরিশালের ইলিশ মোকাম। এ কারণে অন্যান্য মাছের দামও যেকোন সময়ের চেয়ে তুলনামূলক কম। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারাও। এদিকে মৎস্য কর্মকর্তারা বলছেন সরকারের অভিযান সফল হওয়ায় অসময়ে পাওয়া যাচ্ছে ইলিশ।

 

গত ১৫ দিন যাবত বরিশালের ইলিশ মোকাম বেশ সরগরম হয়ে উঠেছে। শীত মৌসুমেও প্রতিদিন গড়ে ৩ থেকে ৪’শ মণ ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের আকারও অন্যান্য সময়ের চেয়ে ভালো। অসময়ে ইলিশ আসায় দেশী ও সামুদ্রিক সব ধরণের মাছের দাম যেকোন সময়ের চেয়ে তুলনামুলক কম। শীতে প্রচুর ইলিশ পাওয়ায় খুশি ব্যবসায়ীরা।

 

দাম নাগালের মধ্যে থাকায় সন্তোষে কথা জানিয়েছেন ক্রেতারা।

 

এদিকে বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস বলেন সরকারের অভিযান সফল হওয়ায় অসময়ে ইলিশ পাওয়া যাচ্ছে।

 

বর্তমানে ১ কেজি ওজনের পাইকারী ইলিশ ৮’শ টাকা। ৬’শ থেকে ৯’শ গ্রাম ৬৫০ টাকা এবং ৪’শ থেকে ৬’শ গ্রামের ইলিশ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও আছে নাগালের মধ্যে।