ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জে তিনতলা এক ভবন ধসে পড়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ঝুঁকিপূর্ণ থাকায় আশপাশের আরও ৫টি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডিকে বলেন, সকাল ৮টার পর এ ঘটনা ঘটে। তিনতলা ভবনটি মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ভবনের ভেতর থাকা বেশ একজন গুরুতর জখম হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভেতরের আর কেউ আটক আছে কিনা সে বিষয়ে অভিযান অব্যাহত আছে।
এদিকে, ধসে পড়া ভবনের আশপাশে উৎসুক জনতা ভিড় করেছে। তাদের নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভবন ঝুঁকিপূর্ণ আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছেন। এরইমধ্যে আশপাশের আরও পাঁচটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মাইনুল ইসলাম বলেন, ওই ভবন থেকে উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একইসঙ্গে ধসে পড়া ভবনের আশপাশে আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ এবং পরিত্যাক্ত ভবন রয়েছে। ভবনগুলো যে কোনো সময় ধসে কিংবা খসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে আপাতত ভবনগুলোর ভেতরে থাকা বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে। পরে বিশেষজ্ঞ দল ভবনগুলো পরিদর্শন শেষে নিশ্চিত হলেই বাসিন্দাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এদিকে, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ভেতর প্রবেশ করেছেন। তারা ভেতরে কেউ আটক আছেন কিনা সে বিষয়ে সার্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে খোঁজ করছেন। ভবনের ভেতরে আরো অনেকেই আটকা পড়তে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com