বরিশালের চরমোনাই সংলগ্ন বগাদী এলাকায় যাত্রীবাহি স্টিমার ও বালুবাহী কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
বরিশাল নৌ সদর থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন যাত্রীদের বরাত দিয়ে জানান, স্টীমার পিএস টার্ন মোড়লগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বরিশালের চরমোনাই সংলগ্ন বগাদী এলাকায় বসে একটি কার্গোর মাঝ বরাবর ধাক্কা দেয় স্টীমারটি।
এসময় কার্গোটি নদীতে ডুবে যায় এবং স্টীমারটির তলা ফেটে পানি ঢুকতে থাকলে পার্শ্ববর্তী একটি চরে নোঙর করা হয়। স্টীমারটিতে ২৫০ যাত্রী ছিল। এই যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন বিঅাইডব্লিউটিসির উপ-মহা ব্যবস্থাপক অাবুল কালাম অাজাদ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com