ব‌রিশা‌লে বাস ধর্মঘট প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ৬ years ago

ব‌রিশা‌লের অভ্যন্তরীণ ১৫ রুট এবং দূরপাল্লার রু‌টে বাস ধর্মঘট প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার রা‌তে এক বিজ্ঞ‌প্তিতে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপ।

গ্রু‌পের সভাপ‌তি আফতাব হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প‌হেলা বৈশাখ উপল‌ক্ষে বাস ধর্মঘট স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ত‌বে সাত দি‌নের ম‌ধ্যে এই সমস্যার সমাধান না হ‌লে আবার ধর্মঘট ডাকা হ‌বে এবং আদাল‌তের দ্বারস্থ হ‌তে হ‌বে।

প্রসঙ্গত, ব‌রিশাল থে‌কে সাতলা রু‌টে যান চলাচ‌লের জন্য চাঁদা দাবি করার প্রতিবা‌দে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপ অভ্যন্তরীণ ১৫ রু‌টে বাস ধর্মঘ‌টের ডাক দেয় বুধবার সকাল থে‌কে। ত‌বে এই সমস্যার না হওয়ায় বৃহস্প‌তিবার সকাল থে‌কে অভ্যন্তরীণ রু‌টের পাশাপা‌শি দূরপাল্লার রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে ধর্মঘ‌টের ডাক দেয়া হয়।