মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও রুবেল হোসেনের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম 'প্রজাপতি ভালোবাসা।'
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী নাঈম ও জাকিয়া বারী মম। এছাড়াও রয়েছেন নাদিয়া ও নদীসহ প্রমুখ।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে- রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে মমর সঙ্গে পরিচয় হয় নাঈমের। এরপর বহুদিন মনে মনে নাঈম খুঁজতে থাকে মমকে। প্রায় এক বছর পর বড় ভাইয়ের বাংলোতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় নাঈম। সেখানেই আবার দেখা হয় দু’জনের।
কিন্তু নাঈম জানতে পারে মমকে তার বড় ভাই পছন্দ করে এবং বিয়ে করতে চায়। বাবাকে রাজি করানোর দায়িত্ব দেয় নাঈমকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রজাপতি ভালোবাসা।’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com