বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখি: নদী

লেখক:
প্রকাশ: ৭ years ago

গল্প ভালো হলে চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহ রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া নদীর।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্য দশজন অভিনেত্রীর মতো আমিও বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখি।

এই মডেল বলেন,  ‘মনপুরা’ কিংবা ‘আয়নাবাজি’র মতো ভিন্নধর্মী কোনো ছবি হলে ছবিতে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। সে ধরনের ছবিতে কাজের অপেক্ষায় রয়েছি।

নদী বলেন, মডেল হিসেবেই প্রথম পরিচিতি পেয়েছি, এরপর অভিনয়ে আসা। আবার এটাও সত্যি; নাটকের চেয়ে মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে দর্শক-সাড়া পেয়েছি সবচেয়ে বেশি।

তিনি বলেন, খেয়াল করলে দেখবেন এখনকার স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো ভিন্ন মাত্রা যোগ হয়েছে। শুধু তাই নয় স্বল্পদৈর্ঘ্য ছবির গল্পও দর্শককে ভাবায়- এটা এখন প্রমাণিত। যেজন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রই আমাকে বেশি টানে।

এই মুহূর্তের ব্যস্ততা নিয়ে নদী বলেন, ঈদের জন্য সাগর জাহানের রচনা ও পরিচালনয় ‘নসু ভিলেনের সংসার’ ও ‘মাহিনের লাল ডায়েরী’ নামে দুটি নাটকে কাজ করেছি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

এ ছাড়া সম্প্রতি ‘মন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জানিয়ে তিনি বলেন, এতে আমার সহশিল্পী সিয়াম আহমেদ।