ব্লক এড়িয়ে ফেসবুকে বন্ধু বাড়ানোর উপায়

:
: ৭ years ago

ফেসবুকে বন্ধু বাড়ানোর জন্য অনেকেই গণহারে রিকোয়েস্ট পাঠান। এর ফলে হিতে বিপরীত হতে পারে। বেশি রিকোয়েস্ট পাঠালে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টটি। দিনে ৫টির বেশি রিকোয়েস্ট না পাঠানোই শ্রেয়। নির্দিষ্ট কিছু নিয়ম মানলে আপনার কাছেই বরং ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। ফলে ইচ্ছেমত তাদেরকে অ্যাড করে বাড়াতে পারবেন বন্ধু সংখ্যা। চলুন জেনে নেয়া যাক সেসব উপায়।

১. নিজের সুন্দর একটি ছবি দিতে হবে প্রোফাইল পিকচারে। ছবি না দিলে অনেকেই মনে করতে পারে আপনার অ্যাকাউন্টটি ফেক।

২. শুধু ছবিই নয়, নিজের সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। আপনি কোথায় চাকরি করেন, কোন কলেজে পড়েন এসব। অনেকেই পূর্ণ
তথ্য দেন না, যা ঠিক নয়।

৩. এ সব তথ্য অবশ্যই সেটিংস-এ গিয়ে পাবলিক করে রাখতে হবে। অন্যথায় আপনার প্রোফাইল বিশ্বাসযোগ্যতা হারাবে।

৪. ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হতে হবে। এর ফলে সবার নজরে আসবেন আপনি।

৫. স্ট্যাটাস দেয়ার সময় ভেবেচিন্তে পোস্ট করতে হবে। যাতে কেউ অসন্তুষ্ট না হয়।

৬. ফ্রেন্ডলিস্টের সবার ছবিতে লাইক ও কমেন্ট করতে হবে। এর ফলে অন্যদের কাছেও পরিচিতি পাবেন আপনি।