দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের প্রত্যন্ত শহর সমারসেটে দেখা গেছে রহস্যজনক UFO-কে। ভিডিওতে সে ছবি ধরাও পড়েছে স্পষ্টভাবে।
সেখানে বেশ কয়েক মিনিট ধরেই চক্কর কেটেছে উড়ন্ত সেই চাকতি।
গত শনিবার সন্ধ্যায় সমারসেটের আকাশে তোলা সেই ভিডিওতে দেখা গেছে, তিনটি কমলা-রঙা গোলক আকাশে ছুটছে। ব্রাউনিয় গতির মতো এলোমেলো হলেও, নির্দিষ্ট দিকে। বারবার পরিবর্তন হয়েছে গতিপথ। সেই কমলা গোলক থেকে বিচ্ছুরণ হয়েছে উজ্জ্বল সাদা আলোকছটা। কখনও সবুজ আলো। যেন দেওয়ালির একখণ্ড আকাশপট।
আকাশে রহস্যজনক আলোকবিচ্ছুরণ দেখে, সমারসেটের বাসিন্দা জনৈক জেরেমি লি ফেভ নিতান্তই কৌতূহলে তাক করেছিলেন ক্যামেরা। ভিডিয়োটি তাঁরই তোলা।
https://www.youtube.com/watch?v=usvgYuvAcUo
উল্লেখ্য, ইংল্যান্ডের এই সমারসেট শহরটি UFO-র জন্য বেশ জনপ্রিয়। মাঝেমধ্যেই এই শহরের আকাশে খেলে বেড়ায় ভিনগ্রহীদের মহাকাশ যান। গত এক দশকে এখানে অন্ততপক্ষে ২০০ বার এমন রহস্যজনক উড়ন্ত চাকতির দেখা মিলেছে।