ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল এনেছেন। মন্ত্রিসভায় যুক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন। খবর-বিবিসি

এটিকে ব্রিটিশ রাজনীতিতে ডেভিড ক্যামেরনের বড় ধরনের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেভিড ক্যামেরন। ব্যাপক আলোচিত ব্রেক্সিট গণভোটে হেরে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান।

সুয়েলা ব্র্যাভারম্যান

জেমস ক্লিভারলি পররাষ্ট্রমন্ত্রী: ঋষি সুনাক এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছিলেন। এ পদে কে আসছেন এমন আলোচনার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আনেন। আর ক্লিভারলির পদে স্থলাভিষিক্ত হলেন ডেভিড ক্যামেরন।

পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার পর ক্যামেরন বলেছেন, ঋষি সুনাকের ‘ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের’ সঙ্গে দ্বিমত পোষণ করলেও তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী একজন শক্তিশালী নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন জেমস ক্লিভারলি 

গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাজ্যে বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করে সম্প্রতি ‘দ্য টাইমস অব লন্ডন’ এ একটি কলাম লিখেছিলেন সুয়েলা ব্র্যাভারম্যান। ওই লেখায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি দেখিয়েছে এমন মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন।

যদিও ব্র্যাভারম্যান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করা ছিল তার ‘সবচেয়ে বড় সুযোগ’। এ নিয়ে ‘যথাযথ সময়ে’ তিনি আরও কিছু কথা বলবেন।