ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২২:: বৃত্ত আর্টস ট্রাস্ট ও তারা থিয়েটার ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মোট ১৪ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘আর্টিস্টস মেক স্পেস’ শীর্ষক
প্রদর্শনীর আয়োজন করে। এই আয়োজনে বাংলাদেশ-ভিত্তিক ৭ জন ও যুক্তরাজ্য-ভিত্তিক ৭ জন
শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরের যাত্রাকে উদযাপন
করতে এই প্রকল্পটি গ্রহণ করা হয়।
শিল্পীদের মধ্যে বাংলাদেশ থেকে প্রদর্শনীতে অংশ নেন- মৃদুল কান্তি গোস্বামী, মনন মুনতাকা,
এমদাদুল হক তপু, আজিজি ফাওমি খান, রাকিবুল আনোয়ার, হৃদিতা আনিশা ও অপূর্ব জাহাঙ্গীর এবং
যুক্তরাজ্য থেকে অংশ নিচ্ছেন- রুবি কিচিং, তাহমিনা বেগম, রুপিন্দর কৌর, রেহেমুর রহমান, টিয়া
আলি, অ্যাবি লুইস ও কামিলাহ আহমেদ।
তারা থিয়েটারের সহযোগিতায় যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে সফল প্রদর্শনী
আয়োজিত হবার পর, গত নভেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী
আর্ট গ্যালারি ও সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বৃত্ত আর্টস ট্রাস্টের সহযোগিতায় আরও
দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে গত ৭-১৩ ডিসেম্বর প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক মাহমুদুল হোসেন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের
প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স। প্রদর্শনীটি কিউরেট করছেন বৃত্ত আর্টস ট্রাস্টের মাহবুবুর
রহমান ও তারা থিয়েটারের নাতাশা কাঠি চন্দ্রা।