ব্রাহ্মণবাড়িয়ায় জিতলেন বিএনপির বহিষ্কৃত নেতা সাত্তার

লেখক:
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গত ডিসেম্বরে দলের সিদ্ধান্তে পদত্যাগ করেছিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

 

ফলাফল অনুসারে, নির্বাচনে কলারছড়া প্রতীকে ৪৪ হাজার ৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুস সাত্তার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ৯ হাজার ৫৮১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৫৮ ভোট।

এই উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বুধবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই ভোট চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।