ব্রাজিল দলে ঢুকেই ম্যানইউতে চুক্তি ফ্রেডের

লেখক:
প্রকাশ: ৬ years ago

দল বদলের হাট বসতে এখনো ডের বাকি। কিন্তু ততোদিনে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া ফ্রেডকে কিনতে যদি লাইন লেগে যায়। আর তাই আগে ভাগেই ফ্রেডকে কিনে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শাখতার দোনেস্কো থেকে ৫২.৫ মিলিয়ন পাউন্ড খরচা করে দলে ভিড়িয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

ফ্রেডকে ম্যানসিটি এবং ম্যানইউ দু’দলই কিনতে আগ্রহী ছিল। ফ্রেডও জানিয়ে ছিলেন তার হাতে প্রস্তাব আছে। তবে বিশ্বকাপ খেলে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান ফ্রেড। কিন্তু মরিনহো হয়তো তাকে বলেছেন, হে বালক চুক্তিটা সেরে রাখো। বিশ্বকাপ খেলে ফুরফুরে মেজাজে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেবে।

ব্রাজিলের হয়ে ৮ ম্যাচে হলুদ জার্সি পরে মাঠে নেমেছেন ফ্রেড। আছেন ব্রাজিল কোচ তিতের বিশ্বকাপ পরিকল্পনায়। বিশেষ করে রেনাতো আগুস্তোর খারাপ ফর্ম এবং ইনজুরি মিলেয়ে কৌতিনহোর বদলি এখন ফ্রেড। ব্রাজিল দলের সঙ্গে অনুশীলন করা এই ২৫ বছর বয়সী তারকা ম্যানইউতে যাওয়ার তাকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার।

এছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রিভালদো ফ্রেডকে অসাধারণ ফুটবলার বলে প্রশংসা করেন। প্রিমিয়ার লিগে খেলা উইলিয়ান ফ্রেডের ম্যানইউকে খেলা নিয়ে বলেন, ‘সে প্রিমিয়ার লিগে খেলবে বলে খুব খুশি। এটা নিয়ে তার সঙ্গে আমার সামান্য কথা হয়েছে।’