প্রচারণা চালানোর সময় কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরিকাঘাতে আহত করা হয়েছে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জাইর বোলসোনারোকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে তিনি হামলার শিকার হন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
হামলার শিকার হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় কট্টর ডানপন্থি দল সোশাল লিবারেল পার্টির নেতা জাইরকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার পেটের ক্ষতস্থানে অস্ত্রপচার করা হয়েছে। তিনি শিগগিরই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত জাইর।
বিবিসি বলছে, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে প্রেসিডন্ট প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনেই বদলে যেতে পারে জাইরের ভাগ্য।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com