রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। নেইমারের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বপ্নে রাশিয়া যাবে কোচ তিতের দল। তবে শেষ সময়ে দানি আলভেসের ইনজুরি ব্রাজিলিয়ানদের জন্য বড় একটি ধাক্কা হয়েে এসেছে। তাছাড়া ইনজুরি থেকে ব্রাজিলিয়ান তারকা নেইমার এখনো পুরোপিুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেনি।
দানি আলভেস দলে যায়গা পাবেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। তার জায়গায় দলে এসেছেন ফ্যাগনার। পরিচিত মুখের মধ্যে কেবল দানি আলভেস নেই ব্রাজিল দলে। বাকি সবাই যায়গা পেয়েছেন তিতের দলে বিশ্বকাপ দলে।
বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল
গোলকিপার: আলিসন, এদেরসন, কাসিও
ডিফেন্ডার: ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপে লুই, মারকুইনস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেরোমেল।
মিডফিল্ডার: কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।
ফরোয়ার্ড: ডগলাস কস্তা, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।