‘ব্রাজিলের দল, কৌশল ও মানসিকতা দারুণ’

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাশিয়া বিশ্বকাপে ইউরোপের কোন দলকেই শিরোপা জেতার তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। ইউরোপের বড় কিছু দল রাশিয়া যাওয়ার বাছাইপর্বই উৎরাতে পারেনি। তবে ইউরোপের সকল দল বিশ্বকাপের ফেবারিট না। রাশিয়া থেকে বিশ্বকাপ জিতে ফেরার মতো ইউরোপের দল হলো স্পেন। সাবেক রিয়াল মাদ্রিদ এবং বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো অন্তত তেমনটাই মনে করেন।

এছাড়া রাশিয়া বিশ্বকাপে মরিনহোর অন্যতম ফেবারিট ব্রাজিল। ব্রাজিলের এই দলের সবকিছুই মরিনহোর পছন্দ। মরিনহো বলেন, ‘আমার ব্রাজিল দলের মূল বিষয়গুলো দারুণ পছন্দ। তাদের কৌশল এবং মানসিকতা দারুণ। তাদের দলে শারিরীক এবং আলাদা কিছু কৌশলের পাশাপাশি ইশ্বরপ্রদত্ত প্রতিভার অধিকারী কিছু খেলোয়াড় আছে।’

ব্রাজিল দলের প্রশংসা করে পর্তুগীজ এই কোচ বলেন, ‘এটা এমন এমটা দল যারা দারুণ রক্ষণ সামলাতে পারে। খুব কম গোল খাই এবং অসাধারণ ভিত্তি সম্পন্ন একটি দল। তাদের উইলিয়ান, নেইমার, কৌটিনহো এবং গ্রাবিয়েল জেসুসের মতো ব্যাতিক্রমধর্মী এবং মানসম্পন্ন কিছু তারকা আছে।’

তবে মেসি ছাড়া আর্জেন্টিনা দলের কোন সুযোগ নেই বলে মনে করেন সাবেক রিয়াল কোচ। তার মতে, ‘মেসিহীন আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে প্রতিযোগিতা করতে পারবে না। তবে মেসি যেহেতু আছে আর্জেন্টিনারও বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে। পর্তুগালের দলেরও একই অবস্থা। তার মতে, নিজ দেশ পর্তুগালের দলটি বেশ মজার। রোনালদো ছাড়া তাদের জন্য বিশ্বকাপ জেতা অসম্ভব।’

তবে ইউরোপের দলের মধ্যে মরিনহোর সেরা স্পেন। বিশ্বকাপে ঐহিত্য সম্পন্ন ইউরোপের কিছু দল আছে। যেমন-জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। তবে ২০১০ সালের পরে বিশ্বকাপ জয়ের আবার ভালো সুযোগ স্পেনের সামনে। তিনি বলেন, ‘আমার মতে ইউরোপের আসল ফেবারিট স্পেন। তাদের খেলার নিজস্ব ধরণ আছে এবং তারা সেটাতেই বিশ্বাসী। কৌশলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে তাদের দল।’