ব্রাজিলের তারকা আছে, দল নেই: পেলে

লেখক:
প্রকাশ: ৬ years ago

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি পেলে। রাশিয়ায় এবার হেক্সা জয়ের মিশনে নামবে সেলেকাওরা। কিন্তু পেলে ব্রাজিল দলে ঠিক ভরসা পাচ্ছেন না। তার মতে, ব্রাজিলের বিশ্বকাপ দলে অনেক তারকা আছে কিন্তু তাদের দল নেই।

এবারের বিশ্বকাপে ব্রাজিল সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কেটেছে। বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার দলটি ১৮ ম্যাচের ১২টিতে জয় পেয়েছে। হেরেছে মাত্র একটি। এছাড়া বাছাইপর্বে সেলেকাওরা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৪১ টি। বিপরীতে গোল হজম করেছে মাত্র ১১টি। রাশিয়া বিশ্বকাপ জেতার বড় সুযোগ আছে এই ব্রাজিলের। ফেবারিট হিসেবে যাদের নাম উচ্চারিত হচ্ছে বেশ জোরে-শোরে।

কিন্তু পেলের মতে, বিশ্বকাপ জিততে গেলে আগে দল হিসেবে খেলতে হবে। কিন্তু এই ব্রাজিলে তারকা বেশি। তিনি বলেন, ‘তিতের দলের সামর্থে আমার বিশ্বাস আছে। তবে আমার একটি চিন্তার বিষয়ও আছে। বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বাকি। অথচ এখনো ব্রাজিলের দল হয়ে খেলতে দেখলাম না। দলে অনেক সতন্ত্র তারকা আছে। কথা ঠিক। কিন্তু আমাদের দল নেই।’

ব্রাজিল দল এখনো নেইমার নির্ভর। ইনজুরি থেকে ফিরে নেইমার প্রথম ম্যাচেই দারুণ এক গোল করেছেন। নেইমারকে নিয়ে ব্রাজিল কিংবদন্তির মুখে প্রশংসা আছে। তিনি বলেন, ‘সে এখন অনেক পরিণত। কিন্তু সে একা বিশ্বকাপ জিততে যাচ্ছে না। একটা দল যাচ্ছে যারা বিশ্বকাপ জিততে চাই।’