ব্রাজিলের আলিসন এখন সবচেয়ে দামি গোলরক্ষক

লেখক:
প্রকাশ: ৬ years ago

ইতালিয়ান ক্লাব রোমার গোলরক্ষক অ্যালিসন বেকারকে বিশ্ব রেকর্ড ফিতে দলে ভেড়াতে চাইছে ইংলিশ ক্লাব লিভারপুল। এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে কিনতে ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় অলরেডরা। যদিও রোমা জানায় চুক্তির আনুষ্ঠানিক কোনও কিছুই হয়নি। তবে ইতালীয় ক্লাবটি অ্যালিসনের জন্য ৭৫ মিলিয়ন পাউন্ড ধার্য করে। যদি তেমনই হয় তাহলে দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড ফির রেকর্ডে নাম  লেখাবেন অ্যালিসন। ২০০১ সালে প্রথমবার রেকড ৫৩ মিলিয়ন ইউরো ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব পারমা থেকে জিয়ানলুইজি বুফনকে দলে ভেড়ায় জুভেন্টাস।

এবার সেই বুফনকেও পেছনে ফেলতে পারেন আলিসন। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এর আগে এত অর্থে কেনা হয়নি কোনো গোলরক্ষককে। ২০১৭ সালে বেনফিকা থেকে আরেক ব্রাজিলিযান গোলরক্ষক এডারসনকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করেছিলো ম্যানচেস্টার সিটি। অ্যালিসন ব্রাজিলের হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলে সম্প্রতি দেশে ফিরেছেন। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে তার ক্যারিয়ার শুর। গত দুই বছর ধরে রোমায় খেলছেন।