ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন কস্তা

লেখক:
প্রকাশ: ৬ years ago

মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা ভালোয় ভালোয় পার হয়েছে। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে দলের খেলোয়াড়দের চোট নিয়ে বেশ চিন্তায় ছিলেন ব্রাজিল কোচ তিতে। কেননা দলের মূল একাদশের দু’জন ছিলেন চোটে। নেইমার কিংবা উইলিয়ানের বদলি হিসেবে যিনি ব্রাজিল দলে আছেন সেই কস্তাও ছিলেন ইনজুরিতে।

তবে ব্রাজিলের জন্য সুখবর হলো— তিনজনই বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে প্রস্তুত। সবাই সেরে উঠেছেন চোট থেকে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক মার্সেলো। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি ব্রাজিল কোচ।

এছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়া ম্যানসিটি তারকা দানিলোও ফিরেছেন সুস্থ হয়ে। তবে দানিলোকে জয়ের ধারায় থাকা দলের সমন্বয় ভেঙে শুরুর একাদশে নামাননি তিতে। তার চিন্তার বিষয় কেবল ছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড ডগলাস কস্তা। তবে তিনিও ইনজুরি কাটিয়ে উঠেছেন। অনুশীলন করেছেন দলের সঙ্গে। ৬ জুলাই শুক্রবার বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে এই তিনজনই খেলার জন্য ফিট বলে জানানো হয়েছে ব্রাজিল দলের পক্ষ থেকে।

ডগলাস কস্তা কোস্টারিকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। নেমেই দারুণ গতির খেলা দেখান তিনি। নেইমারকে দিয়ে গোলও করান এই তারকা। তবে সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ৪৫ মিনিট খেলেই আবার ইনজুরিতে পড়েন।