প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২১, ৫:৩৬ অপরাহ্ণ
ব্রাজিলকে জিতিয়ে রেকর্ডবুকে তিতে
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2021/06/তিতে.jpg)
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়তো জয়টাই মুখ্য ছিল। কিন্তু জয়ের সঙ্গে যখন রেকর্ড বইতেও নাম লেখানো হয়ে যায় তখন তো সেটা বাড়তি পাওনা। কলম্বিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন সেলেসাও কোচ তিতে। কলম্বিয়াকে ২-১ গোলে হারানোর মাধ্যমে ব্রাজিলকে টানা ১০টি ম্যাচ জেতালেন ৬০ বছর বয়সী এই কোচ।
এর আগে টানা ৯টা ম্যাচ জিতেছিলেন তিতে। তবে ১০ নম্বর ম্যাচে এই কলম্বিয়ার কাছেই ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিলেন। প্রতিপক্ষ একই। কিন্তু এবার আর কোনো ব্যত্যয় নয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কষ্টার্জিত জয়ে রেকর্ড করলেন ব্রাজিল কোচ।
তিতেকে হাতছানি দিচ্ছে মারিও জাগালোর আরেকটি রেকর্ড। খেলোয়াড় ও কোচ হিসেবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ ১৯৯৭ সালে দলকে টানা ১৪টি ম্যাচ জিতিয়েছিলেন, যা ব্রাজিলের রেকর্ড। সেই রেকর্ড ছুঁতে হলে ব্রাজিলকে জিততে হবে আরও চারটি ম্যাচ। তবে টানা এই চারটি ম্যাচ জিতলে এবারের কোপার শিরোপাটাও যাবে ব্রাজিলের ঘরে। তাই টানা জয়ের রেকর্ড স্পর্শ আর শিরোপার স্বাদ, দুটোই হয়তো একসঙ্গে পেতে চাইবেন তিতে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com