ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর কমল ২.৫ শতাংশ

:
: ৬ years ago

ব্যাংকিং খাতে করহার কিছুটা বেশি হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ খাতে রাজস্ব কমলেও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক বার্তা যাবে এমনটাই মনে করা হচ্ছে। এ ছাড়া কোম্পানি করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ করহার হবে ৪০ শতাংশ এবং দ্বিতীয় হারটি হবে সাড়ে ৩৭ শতাংশ। একমাত্র তামাকজাত পণ্য ও বেসরকারি মোবাইল ফোন অপারেটরেরা এর চেয়ে উচ্চ হারে কর দেবেন।

পাবলিকলি ট্রেডেড কোম্পানি ও নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান কর হার ২৫ শতাংশ ও ৩৫ শতাংশই বহাল থাকলে।

চলতি অর্থবছরে পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ও সরকার কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে বিদ্যমান কর হার ৪০ শতাংশ, যা সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে প্রস্তাবিত করহার আগের মতো সাড়ে ৩৭ শতাংশই বহাল রাখা হয়েছে।

নন পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও আর্থিক প্রতিস্থানের ক্ষেত্রে করহার সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।