ব্যাংকঋণের সুদহার ১৩ শতাংশ ছাড়িয়েছে। সুদের হার নির্ধারণের আট মাস আগে নতুন পদ্ধতি ‘স্মার্ট’ চালু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সুদহার। নতুন ঋণের ক্ষেত্রে মার্চে এ সুদহার কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনা মতে, মার্চ মাসের জন্য ‘স্মার্ট’ এর হার প্রকাশের পর ঋণে সর্বোচ্চ সুদহার দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। যদিও ঋণের হার নির্ধারণে ব্যাংকের মার্জিনের হার আগের চেয়ে ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক চাইলে মার্চ থেকে গ্রাহককে ঋণ দিতে সর্বোচ্চ ১৩ দশমিক ১১ শতাংশ হারে সুদ নিতে পারবে। আবার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা কম হওয়ার সুযোগও রয়েছে।
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো ‘স্মার্ট’ সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করতে পারবে। এতদিনে এটি ছিল তিন দশমিক ৭৫ শতাংশ। মার্চে ঋণ বিতরণে স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল)- এর নতুন হার ৯ দশমিক ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে নতুন মার্জিন যোগ করে ব্যাংকগুলো সর্বোচ্চ সুদহার ঠিক করতে পারবে।
স্মার্ট চালুর পর থেকে এ দুই হারই এখন সর্বোচ্চ। এক মাসের ব্যবধানে স্মার্ট বেড়েছে ৯৩ (আগের মাসের চেয়ে) বেসিস পয়েন্ট। ফেব্রুয়ারি মাসের জন্য স্মার্ট ঠিক হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। আগের মাস জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসের ‘স্মার্ট’ সুদহার প্রযোজ্য হয়ে থাকে মার্চ মাসে বিতরণ করা নতুন ঋণের বেলায়। সে হিসাবে মার্চ থেকে নতুন ঋণ বিতরণে ‘স্মার্ট’ সুদহার ৯ দশমিক ৬১ শতাংশ ধরতে হবে ব্যাংকগুলোকে।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে ‘স্মার্ট’ সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সিদ্ধান্তের আলোকে ‘স্মার্ট’ চালু হয়। প্রথমবার জুন মাসের জন্য ‘স্মার্ট’ রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। একক মাস হিসেবে স্মার্ট সুদহার সর্বোচ্চ বেড়েছিল গত জানুয়ারি মাসে ৫৪ বেসিস পয়েন্ট।
জুলাই মাস থেকে ‘স্মার্ট’ রেট এবং ব্যাংকের মার্জিন হার ঊর্ধ্বমুখী ছিল। ‘স্মার্ট’ হার প্রকাশের পর থেকে এ পর্যন্ত দুই দশমিক ৫১ বেসিস পয়েন্ট বা ৩৫ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। পরে এবার প্রথমবারের মতো ব্যাংকের মার্জিন কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন সিদ্ধান্তে ব্যাংকের মার্জিন কিছুটা কমানো হলেও সুদহার ১৩ শতাংশ ছাড়িয়েছে। এক মাসে ঋণের সুদহার গ্রাহক পর্যায়ে বেড়েছে ৬৮ বেসিস পয়েন্ট। ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ ছিল।
পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লি ঋণে ব্যাংক সুদহার নির্ধারণ করতে পারবে ‘স্মার্ট’ সুদহারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ যোগ করে। এর আগে যেটা ছিল দুই দশমিক ৭৫ শতাংশ। এসএমই ঋণের বিপরীতে এর সঙ্গে এক শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে। এটিতে মার্জিন আগের মতোই রাখা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদহার বাজারভিত্তিক করতে আইএমএফের শর্ত বাস্তবায়নে গত জুলাই থেকে ‘স্মার্ট’ সুদহার করিডোর চালু করা হয়। ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ রেটের আলোকে। বাংলাদেশ ব্যাংক প্রতি মাসের শেষে বা প্রথম দিনে ‘স্মার্ট’ সুদহার কত হবে তা জানিয়ে দেয়। এটি পরবর্তী মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হয়ে থাকে।