ঈদে মুক্তি পাওয়া দুই ছবির প্রশংসায় ভাসছেন অগ্নি খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। হাতে একাধিক সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন তিনি। এবার নতুন পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন এ গ্ল্যামার কন্যা।
অভিনয়ের পাশাপাশি দেশীয় অনেক তারকা অভিনেতা-অভিনেত্রীরাই ঝুঁকছেন ব্যবসার দিকে। পোশাকের ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, ফ্যাশন হাউজ, পার্লার থেকে শুরু করে নানা ব্যবসাতে জড়াচ্ছেন নিজেদের। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী মাসেই মাহি একটি ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন। ফ্যাশন হাউজটির নাম ‘ভারা’।
মাহিয়া মাহি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ফ্যাশন হাউজ ব্যবসার প্রতি টান ছিলো। স্বপ্ন দেখতাম একটা প্রতিষ্ঠান গড়ার। তাছাড়া ইচ্ছা ছিল যে এমন কিছু একটা করব, যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। সেই ভাবনা থেকেই এমন পরিকল্পনা করি। এখন আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
আগামী ২৭ অক্টোবর মাহির জন্মদিনেই উদ্বোধন করবো আমার এই ফ্যাশন হাউজ। এটার জন্য এখন আমাকে একটু সময় দিতে হচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে এখানে। আর এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com