ব্যবসায়ীদের নিজ প্রতিষ্ঠানের জায়গা পরিচ্ছন্ন রাখার নির্দেশ মেয়র সাদিক আবদুল্লাহর

:
: ৫ years ago

বরিশাল নগরীর ফুটপাতের ভ্রাম্যমান ব্যবসায়ীদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনের জায়গা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার নির্দেশ করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মঙ্গলবার নগরীর সদর রোড, বিবির পুকুর পাড়, গীর্জা মহল্লাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফুটপাতের বিভিন্ন দোকানের সামনে টিস্যু পেপার, কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দেখে ব্যাবসায়ীদের প্রতি অসন্তোস প্রকাশ করেন। এসময় নিজ প্রতিষ্ঠানের সামনের ময়লা পরিস্কার রেখে সিটি কর্পোরেশনের নির্দিস্ট ময়লা ফেলার জায়গায় রেখে আসার নির্দেশ দেন মেয়র।

পাশাপাশি তিনি হুসিয়ারী দিয়ে বলেন, যদি নগরীর কোন প্রতিষ্ঠানের সামনে ময়লা পাওয়া যায় তাহলে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আর্থিক জরিমানাসহ তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।