কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে কি ভাবছেন মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান? ভক্ত-সমর্থকরা জানতে উদগ্রিব। তাদের জন্য খবর, কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে মাশরাফি আর সাকিব একই অবস্থানে।
দেশের দুই শীর্ষ তারকার কথা, ‘বিষয়টি এখনো ধোঁয়াশে। হাথুরুসিংহে প্রশিক্ষক থাকবেন কি থাকবেন না? তা এখনো নিশ্চিত নয়। তিনি দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিসিবিকে; কিন্তু বোর্ডের সাথে তার আনুষ্ঠানিক কথা হয়নি এখনো। যতক্ষণ পর্যন্ত না হাথুরুর সাথে বোর্ডের কথা না হয়, ততক্ষন পর্যন্ত ঠিক বোঝা যাবে না, তিনি কোচ থাকবেন, কি থাকবেন না?
তাই মাশরাফি ও সাকিবের মত তার আগে কোচ বিষয়ে কথা না বলাই ভালো। আজ শেরে বাংলায় পড়ন্ত বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে প্রথমে এমন কথা বলেন রংপুর অধিনায়ক মাশরাফি। আর রাতে ঢাকার অধিনায়ক সাকিবের মুখেও প্রায় একই কথা শোনা গেলো।
কোচ বিষয়ে মাশরাফি বলেন, ‘আসলে এখনো তো সব কিছু কেবল শোনা যাচ্ছে। মন্তব্য করা তাই কঠিন। বোর্ড থেকে তার সঙ্গে কথা বলা হবে হয়তো। এই মুহূর্তে তাই মন্তব্য করা খুব কঠিন। আমি আসলে কিছুই জানি না। যেহেতু একটা কথা চলছে যে, সে পদত্যাগ করেছে। বোর্ডও কথা বলতে চায়। এখন তাই মন্তব্য করা কঠিন।’
প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠলো, দক্ষিণ আফ্রিকা সফরে কোচের পদত্যাগের আভাস পেয়েছিলেন? মাশরাফির জবাব, ‘আসলে সত্যি কথা বলতে আমি দুই সপ্তাহ সেখানে ছিলাম। এ সময়ে তার সঙ্গে অনেক ইতিবাচক কথা হয়েছে। সে সময় আমরা একটা ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করছিলাম। এ ধরনের কথাই হচ্ছিলো। সে পদত্যাগ করতে পারে বা এ ধরনের কিছু নিয়ে কোনো কথাই বলা হয়নি।’
কী ধরনের কোচ চাইছেন? মাশরাফি বলে উঠলেন, ‘এটা অনেক কিছুর উপর নির্ভর করে। এর আগে জেমি সিডন্স বা ডেভ হোয়াটমোর ছিলেন। তারাও সফল ছিলেন। কে কখন সফল হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। তবে অবশ্যই চিন্তা ভাবনা করেই তারা (বিসিবি) কোচের সিদ্ধান্ত নিবেন। এখনো এ বিষয়ে কোনো কিছুই হয়নি।’
মাশরাফির শেষ কথা, যদি বোর্ড কোচ বিষয়ে তার মতামত জানতে চায় তাহলে অবশ্যই মতামত দেবেন।
অন্যদিকে শনিবার রাতে কোচ ইস্যুতে কথা বলেন সাকিব আল হাসান। সিলেট সিক্সার্সকে উড়িয়ে দেবার পর রাতে প্রেস কনফারেন্সে কথা বলতে এসে সাকিব বলেন, ‘আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল সিদ্ধান্ত আসুক। আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি। এখনো অনেক যদি ও কিন্তু আছে। এগুলো আগে অফিসিয়াল হোক। তারপর দেখা যাবে।’
দক্ষিণ আফ্রিকায় কোচের কোন কথা শুনে বা হাব-ভাব দেখে কি মনে হচ্ছিলো তিনি পদত্যাগ করতে পারেন? সাকিবের জবাব, ‘বিষয়টা নিয়ে কথা না বলাই ভালো। বিষয়টা ক্লিয়ার হোক আগে।’
বিসিবি মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুসের উদ্ধৃতি দিয়ে জানতে চাওয়া হলো বোর্ড তো উপমহাদেশের কোচ আনার কথা ভাবছে। তা নিয়ে কোন মন্তব্য?
সাকিবের জবাব, ‘এগুলো আসলে স্পর্শকাতর ইস্যু। গোপনীয়তা রক্ষা করা তাই গুরুত্বপূর্ণ। বোর্ড যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, তাহলে আমার কথাটা বলতে পারবো। খোলামেলা এই বিষয়ে কথা বলা মনে হয় না খুব ভালো ব্যাপার।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com