বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতা পেটানো সেইি পুলিশ বরখাস্ত

লেখক:
প্রকাশ: ৫ years ago

ভোলায় ট্রাফিক পুলিশের সেই এটিএসআই মো. শাহে আলমকে ট্রাফিক বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
অপর দিকে শাহে আলমের বিরুদ্ধে মামলা করা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আহত বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছা সেবক লীগ যুগ্ম সম্পাদক মো.আওলাদ হোসেন।

রবিবার বিকেলে শহরের বাংলাস্কুল মোড়ে মটর সাইকেলের কাগজপত্র যাচাইয়ের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেনকে বেধড়ক মারধর করেছে ভোলা ট্রাফিক পুলিশের এটিএসই মো. শাহে আলম। এ সময় শাহে আলম তাকে মাটিতে ফেলে পা দিয়ে বুকের উপর লাথি মারতে থাকে।
এঘটনায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে অভিযোগ করে অভিযুক্ত এটিএসআই শাহে আলমের বিচার দাবি করেন।

আহত আওলাদ জানান, সে নিজে ও তার এক বন্ধু ছাত্রলীগ নেতা দুটি আলাদা মটর সাইকেল যোগে বোরহানউদ্দিন থেকে ভোলা জেলা শহরে আসেন। শহরের বাংলাস্কুল মোড়ে ট্রাফিক পুলিশ তাদের মটর সাইকেল দাড় করায়। পরে মটর সাইকেলের কাগজপত্র যাচাইকরে আওলাদের কাগজপত্র ঠিক থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু তার অপর সঙ্গীর হেলমেট না থাকাসহ কাগজে কিছু ত্রুটির জন্য মটর সাইকেল আটকে রাখে। এসময় সময় আওলাদ তার বন্ধুর মটোরসাইকেলটি ছেড়ে দেয়ার অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে দায়িত্বরত এটিএসআই শাহে আলম। কাথা কাটাকাটির এক পর্যায়ে এটিএসআই শাহে আলম আওলাদের উপর চড়াও হন। গলার মাপলার ধরে টেনে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন। স্থানীয়রা এমন দৃশ্য দেখে হতবাক হন। ওই সময় বেশ কয়েকজন পথচারী এই দৃশ্য মোবাইল ভিডিওতে ধারন করেন। অনেকে আবার ভিডিওটি ফেসবুকে আপলোড দিয়েছেন। পরে শাহে আলম এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এর আগেও গত বছরের নভেম্বর মাসের ২৭ তারিখে এই এটিএসআই শাহে আলমের বিরুদ্ধে একই ব্যাটারী চালিত অটো চালকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চালকরা তাদেরকে মারধরের বিচার দাবি করে শাহে আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভোলা ট্রাফিক পুলিশের ইনচার্জ কে এম রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ, উল্লেখ করার মত কিছুই বলতে পারব না। ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, অভিযুক্ত শাহে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। পরবর্তীতে বিধিমোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।