ভোলা বোরহানউদ্দিন উপজেলার দেউলা ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবুল বাশার মালের মেয়ে ঢাকার গার্মেন্টস কর্মী খায়রুন নেছা (২৬) এর সাথে প্রহশনের শালিস বসিয়ে জরিমানা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
খায়রুন নেছা অভিযোগ করে জানান, লক ডাউনে চাকুরী হারিয়ে নিজ বাড়িতে আসেন। গত ২০/৬/২০ইং তারিখ রোজ শনিবার সকাল ১০ টায় নিজ পুকুরে মাছ ধরতে যান।
মাছ ধরে খায়রুন প্রতিবেশির এক বাড়িতে মাছ পাঠান। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হন তাকে মাছ না দেওয়ার কারনে পরের দিন মাইনুদ্দিন (৩৫)পিতা ইউসুফ মাল গং সহ ৭/৮ জন খায়রুন নেছার উপর অতর্কিত ভাবে হামলা করে তাকে এলোপাতারি কিল ঘুষি চুল সহ ওড়না ছিরে ফেলে এতে ওদের কাছ বাচতে গিয়ে মেয়েটি কামড় দিয়ে নিজেকে রক্ষা করেন ।
উল্টোা মাইনুদ্দিন গংরা থানায় অভিযোগ করে প্রহশনের শালিস বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং উল্টোা এতে মাইনুদ্দিন আরো ব্যপরোয়া হয়ে উঠেন । আবারও গত ৫ জুলাই রবিবার দরুন বাজারে খায়রুন নেছা ডাক্তার দেখানোর উদ্যেশে গেলে মাইনুদ্দিন ও তার বাহীনি দিয়ে খায়রুন নেছাকে অটোবাইকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এতে তার ডাক চিৎকারে লোকজন এসে উদ্বার করে বাড়ি পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
খায়রুন নেছা প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবী করেন। এব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার মোঃ ফোরকান বলেন, শালীসের ১০ হাজার টাকা আগে জমা দিতে হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com