ভোলা বোরহানউদ্দিন উপজেলার বাটামারা নসুর দোকান মোড় এলাকায় বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এ ঘটনাটি শুক্রবার রাত অনুমান ৯টায় ঘটেছে।
নিহতের মধ্যে একজন স্কুল পড়ুয়া ছাত্র মো. হাছনাইন (১৪)। নিহত হাছনাইন ওই এলাকার বাসু হাওলাদারের ছেলে।
স্থানীয় ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাটামারা নসুর দোকান মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বাচ্চাদের কাছে বেলুন বিক্রি করেন।
শুক্রবার রাত অনুমান ৯টায় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ওই অজ্ঞাত বেলুন বিক্রেতা সহ ওই এলাকার হাছনাইন নামের এক স্কুল ছাত্র ঘটনা স্থলেই মারা যান। আহত ২ জনের মধ্যে একজনের হাত উড়িয়ে যায়। এদের কে বোরহানউদ্দিন হাসপাতাল হতে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন জানান, ঘটনাস্থলে আছি কিভাবে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পেয়েছি। বেলুন বিক্রেতার পরিচয় পাওয়া যায় নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com