উন্নতমানের আধুনিক ধান কাটার যন্ত্র (হারভেস্টার) বোরহানউদ্দিনে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৮ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার মোঃ শোয়াইব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এবং কৃষকগণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরহানউদ্দিন উপজেলার আওতায় চলতি বছর প্রথম ধাপে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০ জন কৃষককে হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আজ প্রথম দিন ২ জন কৃষককে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দেয়া হবে।
তিনি আরও জানান, প্রতিটি হারভেস্টারের মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। কৃষক পরিশোধ করছেন ১০ লাখ ৫০ হাজার টাকা। অবশিষ্ট প্রায় ২২ লাখ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।