বোনের বিয়ের জমানো টাকা ফেরত পেয়ে কাঁদলেন জাহাঙ্গীর

লেখক:
প্রকাশ: ৩ years ago

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই হওয়ার ৪ ঘণ্টা পর বোনের বিয়ের জন্য সঞ্চিত টাকা ফেরত খুশি কুমিল্লার আবু হানিফের ছেলে জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে রেলওয়ে বস্তির সামনের রেল লাইনের উপর থেকে তাকে দেশীয় অস্ত্রে মুখে জিম্মি করে এবং এলোপাথাড়ি মারধোর করে তার পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ৪ ছিনতাইকারী। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। পরে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভোক্তভোগী জাহাঙ্গীর হোসেন জানায়, গাজীপুরের মাওনা থেকে বাসে করে ভৈরবে আসে কুমিল্লায় বোনের বিয়েতে যাওয়ার জন্য। সে ভৈরব বাসস্ট্যান্ডে নেমে হেঁটে সর্ট রাস্তা দিয়ে রেললাইনের উপরে উঠতেই ছিনতাইকারী জুম্মন, সুজন, মনির ও ইমন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে মারপিট শুরু করে। এক পর্যায়ে বোনের বিয়ের জন্য জমানো ৭ হাজার টাকা পকেট থেকে ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এই সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। একজন এলাকাবাসী, একজন ছিনতাইকারীকে চিনতে পেরে ভুক্তভোগী সহ ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় গিয়ে বাকী ৩ জন ছিনতাইকারীকে শনাক্ত করা হয়।

এসময় রেলওয়ে পুলিশের সহয়োগিতা চেয়ে কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ করে জাহাঙ্গীর।

বিষয়টি তাৎক্ষণিক ওয়ার্ড কাউন্সিলর হাবিবউল্লাহ নিয়াজকে জানানো হয়, পরে তার সহযোগিতায় ৬ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেনের হাতে দিয়ে তাকে নিরাপদে কুমিল্লায় যাওয়ার ব্যবস্থা করা হয়। জাহাঙ্গীর ছিনতাই হওয়া টাকা হাতে পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়।

এই ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, ছিনতাইয়ের কথা আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরার চেষ্টা করছি।