#
পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ- বৈশাখের আনন্দে উত্তাল  দাকোপের বাজুয়া। বর্ষ বরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে নতুন সাঁজে সেজেছে দাকোপের প্রত্যেকটি ইউনিয়ন ও স্কুল। সকল পাপাচার গ্লানী ধুয়ে মুছে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরন করতে সাধারন মানুষ ও শিক্ষক,শিক্ষার্থীরা ১দিন ব্যাপী এ উৎসব পালন করে।
বাংলা পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে দাকোপের বাজুয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাজুয়া সরকারী প্রাঃবিঃ ও বিভিন্ন পর্যায়ের মানুষেরা। সকালে দাকোপের বিভিন্ন এলাকা থেকে  তরুণ-তরুণী ও শিশু-কিশোররা বাহারী সাজে বর্ষ বিদায় ও বরণ উপলক্ষ্যে বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সমবেত হয়। এবং স্কুলগুলো আলাদা আলাদা ভাবে শোভাযাত্রা করেন।
শোভাযাত্রায়  উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এছাড়াও হাজারো নারী পুরুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। শোভাযাত্রা গুলো  বাজুয়া-খুটাখালী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিজ নিজ স্থানে গিয়ে পান্তা ইলিশ খেয়ে অনুষ্ঠানে মিলিত হয়।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন