বৈরী আবহাওয়ায় অনিশ্চিত ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

:
: ৭ years ago

ভারত ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট বৃহস্পতিবার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ইডেনের এ ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সে কারণে অনুশীলনে নামতে পারেননি বিরাট কোহলিরা। ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করতে পরেনি শ্রীলঙ্কা দলও। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়েছে।

এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বর্ষণের পরিমাণ বাড়বে। শনিবারের আগে আকাশ পরিষ্কার হওয়ার বিশেষ ইঙ্গিত নেই। দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়ানোয় এই অসময়ে বর্ষণ। ফলে ইডেন টেস্ট যেন ক্রমেই অনিশ্চয়তার চাদরে ঢাকছে।

এদিকে মঙ্গলবার পিচ পরিদর্শন করেছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছিল, উইকেটে অনেক ঘাস রয়েছে। তবে বুধবার ঘাস ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছিলেন কিউরেটর। তিনি জানান, পেসাররা সুবিধা পেলেও উইকেট থেকে টার্ন পাবেন না স্পিনাররা।