বৈধ কোনো কর্মই ছোট নয়, বরং গর্ব ও সম্মানের: বিএমপি কমিশনার

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে

বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বান্দ রোডের বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আইনানুগ ও বৈধ কোনো কর্মই ছোট নয়; বরং অত্যন্ত গর্বের ও সম্মানের। পরিবহন শ্রমিকদের মোটরযান আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে।

বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা অপ্রয়োজনে ওভারটেকিং করা যাবে না। নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহন শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে ছাড় দেয়া হবে না বলে সভায় হুশিয়ারি দেন পুলিশ কমিশনার।

বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার (কোতয়ালী)সীমা খানম, স্টাফ অফিসার প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক) মো. শাহজাহান, কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।