বেসরকারি টেলিভিশনগুলো প্রক্রিয়াধীন জাতীয় সম্প্রচার আইনের আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার আইন গণমাধ্যম, গণমাধ্যমের মালিকপক্ষ ও সরকারের নিরাপত্তা নিশ্চিত করবে। এতদিন বেসরকারি টেলিভিশন পরিচালনায় কোন আইন ছিল না। এই আইনটি হলে আইনি কাঠামোর মধ্যে টেলিভিশনগুলো পরিচালিত হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com