‘বেলজিয়াম যোগ্য দল, তবে ব্রাজিল সবসময়ের ফেবারিট’

লেখক:
প্রকাশ: ৬ years ago

দুর্দান্ত ছন্দে আছে বেলজিয়াম। গ্রুপপর্বে সব কটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে তারা। সেখানে জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউরোপের দলটি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

সন্দেহ নেই, ব্রাজিলের জন্যও ম্যাচটা বেশ কঠিন হবে। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও সেলেসাও দলের ডিফেন্ডার থিয়াগো সিলভা মনে করিয়ে দিলেন, বিশ্বকাপে তাদের দল ব্রাজিল সবসময়ের ফেবারিট।

সিলভা মনে করছেন, যোগ্য দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে এসেছে বেলজিয়াম। ব্রাজিলের জন্য লড়াইটা অনেক বেশি কঠিন হবে, মানতে আপত্তি নেই ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাকের।

শুক্রবারের কোয়ার্টার ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘বেলজিয়াম শারীরিকভাবে এবং কৌশলগত দিক থেকে খুব শক্তিশালী। আমার মনে হয়, সব প্রতিযোগিতায়ই ব্রাজিল ফেবারিট থাকে। তবে এটাই যথেষ্ট নয়। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। শিরোপা জিততে হলে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হবে। শুক্রবারের ম্যাচটা আরও বেশি কঠিন হবে।’