বেলজিয়ামের সঙ্গে সম্পর্কোন্নয়নে রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির নির্দেশ

:
: ২ years ago

বেলজিয়ামের সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতি বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার জন্যও পরামর্শ দেন।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।