বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে নাইটিঙ্গেল মোড় থেকে তাঁকে আটক করা হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্র জানায়, আজ রাত ৮টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে বেবী নাজনীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। তবে নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বেবী নাজনীন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল মনোনয়ন দিলে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে চান তিনি। সম্প্রতি সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় তিনি তাঁর এ ইচ্ছার কথা জানান। সেখানে বেবী নাজনীন বলেন, দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। পরে নীলফামারীতে এক কর্মিসভায় বেবী নাজনীন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে এখানে এসেছি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com