 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১:২২ পূর্বাহ্ণ
 বেতাগী ওসি’র বিদায় সংবর্ধনা 
  
    
    
    
বরগুনার বেতাগী থানা অফিসার ইনচার্জ  (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপুকে বিদায় সংবর্ধন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে থানা কম্পাউন্ডে তদন্ত কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বিদায়ী ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু, সদ্য যোগদানকারী ওসি মো. শাহ আলম, সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, এসআই করুন চন্দ্র বিশ্বাস, কনেস্টবল মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন প্রভাষক আবু জাফর ও  পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী। এছাড়া অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার,  বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র কর্মকারসহ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এসআই মো. হারুন অর রশিদ।
 
    
    
         
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ) 
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
        
        
             @Earthtimes24.com