বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট-কোডেক এর আওতায় বরগুনার বেতাগীতে ৮০ জন পঙ্গু , হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার আওতায় চিকিৎসা উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ বুধাবার ৬ জানুয়ারি সকাল ১১ টায় কোডেক সংস্থার কার্যালয়ে আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল মান্নান মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি উপজেলা এনজিও ফোরামের সভাপতি রফিকুল ইসলাম,
বিশেষ অতিথি কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, নয়া দিগন্তের প্রতিনিধি কামাল হোসেন খান, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য জেসমিন আক্তার। আলোচনা শেষে ৮০ জন প্রতিবন্ধী, পঙ্গু ও হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় কম্বল পেয়ে খুশি হয়েছে এমন মতামত প্রকাশ করেছেন অনেকে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী আসলাম (২৮) জানায়,‘ কম্বল পেয়ে তিনি খুশি হয়েছেন।’ একইভাবে আরো কয়েকজন খুশি হয়েছেন এমন মতামত প্রকাশ করে।
এছাড়া ৬টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার আওতায় ওজন পরিমাপক, রক্তচাপ নির্নয়, থার্মোমিটার ও ডায়াবেটিকস পরিমাপের যন্ত্র বিতরণ করা হয়।
চোখের ছানি ও নারীদের জড়ায়ু অপারেশন করার জন্য ৬০ জন উপকারভোগীদের প্রত্যেকে ৬ হাজার টাকা চিকিৎসার খরচ বাবদ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কোডেক ব্যাবস্থাপক মজিবুর রহমান।