বেতাগীতে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার

:
: ৫ years ago

বরগুনার বেতাগীতে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ (৪২) নামক একজন আইনজীবীকে গতকাল (৬/১২/২০১৯ খ্রিঃ) দুপুরে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মামলার বিবরণ অনুযায়ী জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় (৫/১২/২০১৯ খ্রিঃ ) উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের একগৃহবধূ’র (২৬) স্বামী ঢাকায় অবস্থান করার সুযোগে বাড়িতে একা পেয়ে ওই আইনজীবী জোর করে গৃহবধূকে ধর্ষণ করে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) ধর্ষিতা নিজে বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। থানা পুলিশ অভিযুক্ত আইনজীবী সেলিম আহম্মেদকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

 

আইনজীবী সেলিম আহমেদের বাড়ি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে বাসিন্দা এবং তিনি বরগুনা বিজ্ঞ জজ আদালতের আইনজীবী। সেলিম আহম্মেদের পরিবার দাবী ,‘একটি রাজনৈতিক মহল থানা পুলিশকে ম্যানেজ করে তাঁকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।’

 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. ফেরদৌস হাসান ইমন বলেন,‘ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিম গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’