বেতাগীতে ডায়রিয়ার সংক্রমণ রোধে যুব রেডক্রিসেন্টের সচেতনতা মাইকিং

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরগুনার বেতাগীতে ঝড়ের গতিতে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু সহ ৯৪ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বেশি সংক্রমিত ইউনিয়নে সচেতনতা মাইকিং করেছে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জনবল ও স্থান সংকট, আইভি স্যালাইনের মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতিদিন দ্রুত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কম্পাউন্ড, মেঝে ও সিঁড়িতেও স্থান সংকুলান হচ্ছে না।

রোববার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯৪ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। ভর্তি আছেন ৫৩ জন। শুক্রবার থেকে প্রতিদিনই ৩০-৪০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এদিকে মানুষকে সচেতন করতে পানি বাহিত রোগ ডায়রিয়া মহামারি ঠেকাতে হাসপাতালে দেয়া সর্তকবার্তা দিনব্যাপী মাইকিং করে প্রচারণা চালিয়ে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।