বরগুনার বেতাগীতে ১২ শ ৭৭ পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদেরকে মাদক আইনে মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান জানান, আজ সোমবার শেষরাত সাড়ে ৩ টা ৫০ মিনিটের সময় উপজেলা মোকামিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করুনা নামক স্থানের দোলন সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (৩৬), বরগুনার পাথরঘাটা উপজেলার মটেরখাল গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুর রব (৪০) ও অপরজন হলেন চট্টগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি গ্রামের মৃত সোলায়মানের পুত্র মো. জসিম উদ্দিন (৩২)।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে জেলা ম্যাজিস্টেট আদালতে প্রেরণ করলে, আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com