বরগুনার বেতাগীতে ৮০ পিস ইয়াবাসহ এক ষাটোর্ধ্ব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়ামজুমদার ই্উনিয়নের কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী মিজার্গঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মান্নান হাওলাদার (৬২)।
থানা সূত্রে জানা গেছে, বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জিহাদ হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলার কুমড়াখালী বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছে প্রথমে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশী ছদ্মবেশে আরো মাদক দরকার এমন কথা বললে, মাদক ব্যবসায়ী তাকে তার গোপন জায়গায় নিয়ে যায় এবং একটি প্যাকেট বের করে দেয়, যেখানে আরো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ওই মাদক ব্যবসায়ীকে বেতাগী থানায় আনা হয়। জব্দকৃত মাদকের মূল্য ১৬ হাজার টাকার ওপরে।
পুলিশ উপ-পরিদর্শক জিহাদ হাসান আরো বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিগত দিনেও দুটি মাদক মামলা রয়েছে।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের জন্য কারাগারে পাঠানো হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com